আমাকে ঐভাবে ডাকিস না!
তোর বাঁক নেয়া চোখে
ঐ কালো হিরেটা আমায় টানে, বিষন টানে
কালো লোম, চোখের আশপাশের রেখা ও কম না
আমায় বিষন টানে।


আমাকে এমন করে ডাকিস না
তোর প্রশস্ত ঠোঁটে
গোলাপের সুভাস পাই।
চুমু পেতে চাই আবার দিতেও চাই
একটু হলেও দিয়ে যাস
না হয় নিয়ে যাস।


আমাকে ঐভাবে ডাকিস না
তোর বুকের স্পন্দনে
নরম নরম শান্তির পাহাড়ে সুখ পায়।
পারলে উতাল পাতাল করে নিস আমায়
উজাড় করে দিস সব আশা।


আমাকে ঐভাবে ডাকিস না
তোর দেহের বক্রছায়াতে
নিম্রে পরি কালে বেকালে
এই ভাষা অদ্ভুত, বেমানান
কখনো সরলকোণ
আবার-
কখনো বা ত্রিকোণীয় কোণ।
একটু ছোঁয়া দিস
উৎ পেতে থাকি, একটু ছোঁয়া বাকী।


আমাকে ঐভাবে ডাকিস না
ভেসে যাবো ঢেউয়ের ভিড়ে
ভুল হয়ে যাবে  "তোর-আমার"
পথ হারিয়ে যাবে তোর তরে।


আমাকে আর ডাকিস না
ডেকে আর বিপদ আনিস না
সহ্য হবে না তোর
দেহ শিহরে কান্নায় ভেজে যাবে এপাশ ওপাশ।
আমার কথা শোন
''আমাকে ঐভাবে ডাকিস না""