সুরেলা
আমাকে মেরে পেলো, আমাকে মারার আগে শর্ত নিয়ো,
আমার মরার কারন জেনে নিয়ো, সয়ে দিয়ো
নিজে নিজে বুঝে নিয়ো, শর্ত গুলো মানিয়ে নিয়ো
অ-খেয়ালে আগুন দিয়ো, আবার নিভিয়ে দিয়ো।


সুরেলা
তোমার প্রেমলীলায় আস্তে আস্তে মেরো, অল্প স্বল্প গল্পে মেরো,
জরিয়ে ধরে হালকা চেপে মেরো, নুনতে ভাব দিয়ে মেরো।


সুরেলা
বাঁকা চোখে দেখো, কানে লালচে ভাব এনে দিয়ো,
নাকের ঘ্রানে ঘ্রান দিয়ো, ঠোঁটে আলতো করে কামর দিয়ো,
খালি জায়গায় দাগ বসিয়ো, আমি এতেই মরে যাবো, আমাকে মেরেই পেলো।


সুরেলা
বুকটা খুলে দেখো, বক্ররেখা সরল করে একো,
ভালবাসা ঢেলে দিয়ো, ঘূর্ণিঝড়ে ভাসিয়ে দিয়ো,
আমি এতেই হেলে যাবো, আমাকে মেরেই পেলো।


সুরেলা
চার হাত এক করে নাও, চার পাও এক করে দাও,
আমাকে তোমার সাথে মিলিয়ে রও, স্বর্গ সুখ এক নিমিষে ভরিয়ে দাও,
নরক ফুলের সুবাস দাও, জ্ঞান হারিয়ে মৃত্যু দাও
আমি ঝলসে যাবো জানি, আমাকে মেরেই পেলো তোমার সুরে প্রেমী।


সুরেলা
আমার শর্ত তবে সর্পে নিয়ো
মারার ধরন বুঝে নিয়ো।।
.
ক্যামাম্ ফাহিম
প্রথম প্রকাশ "ডায়রীতে কবিতা" ফেইসবুক পেইজ