প্রকৃতি জেগে উঠেছে-তার আপন সুরে
পক্ষিকূলে সুরের আয়োজন-রীতি মেনে
গাছের হালকা দোলা বাতাস-স্পর্শী দেহে
সকালের এত আয়োজন-প্রকৃতির সুবাসে।


ব্যস্ত নিয়ম কর্মে ফুটে উঠে ধীরেধীরে
গতি বাড়ানোর কষ্ট বুঝে হারেহারে
সময় গড়াতে প্রকৃতি অন্য সাজুুগুজে
দুপুর আসায় এই ব্যস্ত নিয়ম সাজে।


ঝিমিয়ে আসছে উপুর_নিচ কিংবা চারপাশ
নরবরে দেহ আডডায় প্রাণ খুলে অভিলাষ
ক্লান্ত নগরে হালকা বাতাস_হালকা রোদের ঝটকা
বিকেল এল বলে _ নিভুনিভু প্রকৃতি ঝাপসা।


ক্লান্ত দেহের ছুটি, প্রকৃতির সহজ সরল রীতি
শুরু কিংবা শেষ, প্রকৃতি দু'ভাগে রাত দিনের রেশ
শেষ ভাগে সন্ধা পেরুতে এক ঝটকা আমেষ
এই সময়টা প্রকৃতি দেয় ক্ষণিকের আমেজ
পরভাগে আঁধারে আঁধার, চাঁদের বুড়ির নির্বিকার
প্রকৃতির নিয়ম নীতি_বাড়িয়ে দেয় কর্মের গতিবিধি।।
.
ক্যামাম্ ফাহিম