কথা ছিল-তোমার সাথে খেলবো
কথা ছিল-খেলার আনন্দ রেশ একসাথে নেবো
কথার ঝুড়িতে আমি রেখেছি খেলা ভিন্ন সাজে,
রুটিনে নানা খেলার সমাগম হবে সমমানে।


কথা ছিল-তোমার সাথে "আগডুম-বাগডুম" খেলবো
আমি ভুলে গেছি_শিখিয়ে দেবে এক রাত্রি,
আমি স্মরনে হারিয়েছি_নামটা শুধু মনে রেখেছি।


কথা ছিল-তোমার সাথে "চড়ুই-পাখি-বারটা" খেলবো
জানি আমি জানি,খেলার ধরন_নিয়ম সবটা হারে হারে জানি।
তোমাকে শিখিয়ে দেবো,হাত রেখে- কখন আংগুল নেবে ঢেকে,
তোমাকে বুঝিয়ে দেবো,কখন হারবে_কখন জিতবে!!


কথা ছিল-তোমার সাথে "কানা'মাছি" খেলবো
তোমার চোখ দু'টু আমার লম্বা _ প্রশস্ত রোমালে আটকিয়ে,
চারিপাশ ঘোরপাকে সদা ঘোরবো তোমায় ছড়া শোনিয়ে।
বারবার বলব- "কানামাছি ভূঁ'ভূঁ _যাকে পাও তাকে ছূউ"।


কথা ছিল-তোমার সাথে "কুতকুত" খেলবো
মাটিতে একে নিবো_সমানে সমান ঘর,
এক পায়ে লাফিয়ে যাবো_কন্ঠে কুতকুত স্বর।


কথা ছিল-তোমার সাথে "লুডু" খেলবো
ছক্কা হাকিয়ে শুরু করো_সামনে এগোবে খেলা,
চার গুটি উঠিয়ে নিয়ো_আমি হেরে যাব এই বেলা।


কথা ছিল-তোমার সাথে "চোর-ডাকাত" খেলবো
এই কথা রাখা হল না,চারজনের কমে খেলা হবে না।
আমি জানি তবে_চারটে তাসের নাম লাগবে সমমানে,
চোর'ডাকাত থাকবে,পুলিশ'বাবুই সাথে যোগ হবে।


কথা ছিল-তোমার সাথে "হা-ডু-ডু" খেলবো
এক নিশ্বাসে দাগ পেরোবে,পারলে আমায় ছোয়ে দেবে
আমি হেরে যাবো তবে,জিতবে তুমি এক পলকে।


কথা ছিল-তোমার সাথে "রাজা-রাণী" খেলবো
তুমি লাল শাড়িতে সামনে এসে ধরা দিয়ো,
আমি পাগড়ি মাথায়_লাল পাঞ্জাবী গায়ে জরিয়ে তোমায় শীতল করে হারিয়ে যাবো।
ক্লান্ত হয়ে গেলে অন্য খেলার ইতি দিব,শুধু এই খেলায় মনোযোগী হব।
আমি শুধু জিততে চাইবো,তোমাকে হারিয়ে সুখ দিবো,আনন্দের খুটিনাটি ভরিয়ে দিবো।
অন্য খেলায় তুমি জিতে নিয়ো,এই খেলায় আমায় জিততে দিয়ো।


কথা ছিল-তোমার সাথে খেলবো।


ক্যামাম্ ফাহিম