হতে চাই সরল কবি
আসছেনা মনে কারো ছবি
কি করি কি করি!
কপালে দু'একটা তাপ্পর মারি
মনে আনতে চাই এক রূপসী পরী।


পরী তোমার রঙ কি?
খানিক হেসে উত্তর মেলে
লাল _ নীল _ সাদা
তোমাকে বলছি গাধা
কোন একটা হবে আর কি!


তুমি স্বপ্নের পরী
বাস্তবতায় পাবোনা বুঝি?
স্বপ্নে তোমার হাসি
কখনো পাবোনা রুপসী?


উত্তর দেয় পরী
স্বপ্নের পরী স্বপ্নেয় থাক
বাস্তবতায় নেই তার আবাস
এমন পরী পাওয়া ভার
ভালবাসার অধর্ম বাণী তার।


অদৃশ্য স্বপ্নের কাতারে আমি
ঠেলে দিলে আজ তুমি
চাই না এই জীবন
না পেলে তোমার আগমন।


কিছুতেয় কিছুই ভাল লাগেনা
তোমাকে দেখবো দেখবো দেখবো
এটাই মনের বাসনা।


আবার হাজির সেই পরী
কি হয়েছে বলো এক্ষনি
রাগ দেখায় আর মিষ্টি হাসে
ভালবাসার হাতছানি দিচ্ছে ঠোটে।


পরী বলে আমায় পাবেনা
আমি তোমার কল্পনা
ভালবাসার মানুষ খুঁজো
ভালবাসতে শিখো
তোমায় সাজাবে যে
সেই হবে তোমার ভাবনা।


আমি অসহ্যের রাজ
তোমাকে না দেখার রাগ
পুড়ে খাচ্ছে বারবার
দেখা দাওনা একবার
কেন করছো ছলনা শতবার।


উত্তর মেলেনা আর
তাকে দেখতেয় দেখি
কাঁদছে চোখ দু'টো তার।


কেমন অদ্ভুত ভালবাসা
পাব কি তার দেখা!
ঘুম ভাঙলেয় সব শেষ
এটায় ছিল ঘুমের রেশ
দুঃখ আমায় ছাড়লনা
ভেঙে গেলো কবি হবার বাসনা।


ক্যামাম্ ফাহিম