ভাষার ও ভাষা থাকে
আধারের ও আধার
পৃথিবী কোলাহলে আলোর ধারা
ভিন্নতা আনে অন্ধকার মায়া।


সূর্যের আলোতে বসুন্ধরার কায়
আলোহীন ধরা অন্ধকারে যায়।
অটবী পু্ষ্পের ধারা মানে
     নিজ কাজে কেউ না হারে।
     মনে হয়
              বড়ই বেমানান।


অশ্রু নিনাদ নয়নে ভান্ডার
অসময়ে শেষ হয় সলিল কিনার
ভোজভাজি কারো স্বভাব
      আমোদের নেইতো অভাব।
      মনে হয়
                বড়ই বেমানান।।


শর্বরীর বিরাম
     তবুও জাগ্রত মনোভাব
ধোকারও ধোকা থাকে
        তবুও প্রবৃত্তি সভাব।
সত্যিই পৃথিবী
সাজানো গোছানো প্রকৃতি
আজ মনে হয়
            বড়ই বেমানান।।


ক্যামাম্ ফাহিম