প্রেমের কি কোন রঙ আছে?
এই যেমন রঙ আছে
ফুল-পাখি-কিংবা_অন্য কিছুর?
কিংবা আকাশের মত নিজস্ব রঙ!
এই রঙ কেমন? দেখা যায়? ছোঁয়া যায়?


দেখা যদি যাই, তবে কেমন?
লাল ; কালো ; হলুদ ;
নাকি
সবুজ ; নীল ; সাদা?
লাল হলে ভালো হয়
মন প্রেম সাগরে ভেসে যায়
কালো হলে ফেকাসে লাগে
     অন্ধ অন্ধ ভাব জমে
হলুদ হলে স্বপ্ন জাগে
হলদে হলুদে ভেবে
সবুজ হলে সতেজ ভাবায়
জাগিয়ে উঠি মননেয়
নীল হলে মোহ জমায়
বুকের বা-পাশে চমচমায়
সাদা হলে স্বাদ জমে
প্রেম পবিত্রার রুপ নিতে।


তবে কি ছোঁয়া যায় প্রেম?
কেমনে হবে, চাইলে ছোঁয়া যাবে?
এর আকার কেমন, আকাশের মত বিশাল?
ঢেউ এর মত তরঙ্গ? নাকি-সরলরেখার মত সোজা?
বৃত্তের মত গোল?  ত্রিকোণীয় কোণ?


আকার পেলেয় ছোঁয়া যাবে, প্রেম তার রুপ নিবে।
যদি ধরেয় নি
আকাশের মত বিশাল
তবে ছোঁয়া দেবে মেঘেদের শীতল।
ঢেউ ভেবে নিলে-বক্রতায় ছোঁয়া দিবে।
নতুবা ধরেয় নি
সরলরেখার মত, ছোঁয়া দিবে সুখ যত।
কিংবা
বৃত্তের মত গোল, ছোঁয়া দেবে ভাল থাকার উংস মূল।
কিংবা
ত্রিকোণী কোণ, আবেগে ছোঁয়া পায় নিত্য নতুন।


প্রেমের রঙ কেমন? দেখা যায়? ছোঁয়া যায়?


ক্যামাম্ ফাহিম