.
হেসে খেলে দিন যার
   দুংখ নেই তার,
এমন ভাবা বড় দায়
   হারহামেশা ভেবে যায়।


ঐ হাসিতেও দুংখ ভরা
   খুজলে পাবে মন মরা,
আসলে তা দেখানো শুধু
   দুংখ বুকে হাসির জাদু।


ঐ হাসিতে খুজলে পাবে
   অজানা রহস্য ঘেরা,
হয়ত পাবে-
    জমানো কষ্টের ঘাঁ,
নয়ত পাবে-
    হারানোর জমাট ব্যথা।


তবুও তারা হেসে যায়
   কষ্ট ভুলার উপায় চাই,
হাসির খোরাক হয়েও যায়
    মন খারাপের ধার নাই।
.
সবক্ষেত্রে বলা যায়
মানুষের কাছে অপ্রিয় তারায়
-------------
ক্যামাম্ ফাহিম