তোমার করুণা করিব বর্ণনা,  
সে শক্তি দাওনি মোরে।
ক্ষুদ্র এ প্রানে তবু সাধ জাগে,
তব কৃপা বলিবারে।
চলার পথে শত আঘাতে,
লুটাইছি বারেবারে,
যতবার আমি ভাঙ্গিয়া পড়েছি,
উর্দ্ধে তুলেছ ধরে।  
রোগ শোক জরা অনন্ত বেদনা,
জীবনের প্রতি পদে,
ঘুচায়ে দিয়েছো পরম মমতায়,
অবারিত আর্শীবাদে।
ক্ষুধা তৃষা ভয় অযুত সংশয়,
রুদ্ধ করেছে গতি,
এগিয়ে দিয়েছো আপন লক্ষ্যে,
হইতে দাওনি ক্ষতি।
অকুল পাথারে খেলেছে লয়ে মোরে,
তমসার মতো ঝড়ে,
টেনে নিয়েছো শ্যামল তীরে,
ডুবতে দাওনি মোরে।
রাতের আঁধার কত শত অনাচার,
দেখেছো বারেবার,
গোপন রেখেছো সবকিছু তার,
অসীম ক্ষমার ভান্ডার।
আমার এ পরানে পশে দুর্জনে,
এড়াতে পারিনা তারে,
তোমার দয়া চাইছি ভিক্ষা,
কৃপা কর অন্তরে।