তুমি বিনে আমার মন,
পাগল থাকে অকারণ।
হেথায় সেথায় খুঁজি তোমায়,
সারা জগতময়।
দিন তো আমার কাটে না,
করি শুধু ভাবনা,
তোমায় পেলে মিটত আমার,
চিরদিনের বাসনা।


বসন্তের সেই বিকালে,
ঝিরিঝিরি পবনে,
বন্ধু তোমায় দেখেছিলাম
জন্মান্তরের কালে।
আজো কতো জন্মের পরে,
তোমার কথা মনে পড়ে।
পুরানো দিনের স্মৃতি কি প্রিয়া
তোমার মনে আসেনা।
একবার ভেবে দেখনা!


বৃষ্টি ধারায় শ্রাবন আসে,
তোমার কথা মনে ভাসে।
আমার কথা ভূলেও কি
তোমার মনে আসে না?
সখী একবার ভেবে বলনা!
দিন বছর মাস যায় চলে,
তোমার বিরহে মরি জ্বলে।
কি করে পাবে হৃদয় আমার
একটু খানি সান্তনা?
বন্ধু একবার ভেবে দেখোনা!


চৈত্র মাসের পূর্নিমায়,
তারার আগুন চাঁদে হারায়।
বুকের আগুন জ্বলে দ্বিগুণ,
কোথাও হারায় না।
তুমি বন্ধু নিঠুরিয়া,
সব কিছু গেলে ভুলিয়া!
মনে আমার আজো জ্বলে,
হারানো প্রেমের যাতনা।


বুকে আমার হাহাকার,
চোখের জলে একাকার।
দেখিতে কি পাবনা রে
প্রিয় তোমায় একটি বার?
মাঝরাতে স্বপন দেখে,
চমকে চমকে উঠি জেগে।
তোমার ভাবনায় আমার
যে আর নিশুতি রাত কাটে না,
বন্ধু একবার কাছে আসো না!