শরতের নিশি
পুর্ণিমার শশী
ঝলমল করে আকাশের গায়।
দুধসাদা মেঘে
কারকথা ভেবে
কোন সে লাজে মুখটি লুকায়।
মৃদু সমীরণ
উড়ে তনুমন
কিসের নেশা লাগে দু চোখে।
ভাবি আনমনে
অলস এক্ষণে
মেঘ হয়ে ভাসি আকাশের বুকে।
নাওখানি দোলে
নদীটির জলে
ছায়া ভাংগে চাঁদের চঞ্চল ঢেউ।
পালখানি তুলে
শরতের বিলে
নিঝুম এই রাতে নিয়ে চল কেউ।


(ঢাকা ০৭/১০/২০২২)