প্রভাতী কিরণ অপরাধী বেশে,
থমকায় এসে বাতায়ন পাশে।
অন্তপুরে তার আসিবার মানা,
ভারী কাঁচে আটকানো জানালা।
চরাচর উজ্জ্বল সোনালী কিরণে,
রুধিয়াছে তার গতি অস্বচ্ছ আবরণে।
হৃদয়ের দরজায় ও দিয়েছে শিকল,
বুঝতে পারেনা কি সঠিক, কি ভুল।
ধৃষ্ঠতায় চাপা পরে রুঢ় মূঢ়তা,
অন্যের ঘাড়ে চাপায় আপন ব্যার্থতা।

পাথরের চাপা পড়া ঘাসের মতন,
ফ্যাকাসে হয়ে গেছে তাদের মন।
নতুনেরে ভীষন ভয়, অসীম সন্দেহ,
কুক্ষিগত আসন যদি নিয়ে নেয় কেহ!
নতুন মতের কথা, নতুন কোন পথ,
প্রানপনে আটকাবে, নিয়েছে শপথ।
আপনারে নিয়ে তাদের গর্ব অসীম,
নিজ নিজ গুনকীর্তন চলে প্রতিদিন।
সম্মুখে বিপদ এলে চোখ কান বুজে,
ব্যাস্ততার ভান ধরে অহেতুক কাজে।

রবির কিরন যেমন ফিরে যায় এসে,
বন্ধ বাতায়নের ওপাশ হতে।
নতুনের আহ্বান, যুগের বারতা,
তেমনি ফিরে যায় বুকে নিয়ে হতাশা।
বন্ধ দুয়ার তবু তারা খোলবে না,
ফেলে দেয়া জঞ্জালে তাদের ঠিকানা।
তুলিয়াছে চারপাশে কঠিন দেয়াল,
আবদ্ধ হয়ে আছে তাতে চিরকাল।