বাংলাদেশের সোনার মাটি,
হাজার ফসল ফলে।
বাংলাদেশের আকাশ জুড়ে,
লক্ষ তারা জ্বলে।
শ্যামল দেশের বিলের জলে,
ফুটে শাপলা ফুল।
বাগান ভরা গোলাপ বেলী,
বাতাসে খায় দোল।
আমের বনে বোশেখ মাসে,
কাঁচা আমের মেলা।
দীঘির জলে অবাধ সাঁতার,
তপ্ত দুপুর বেলা।
ঘাসে ছাওয়া সবুজ পথে,
কৃষ্ণচূড়ার সারি।
ডালে ডালে কোকিল ডাকে,
শুনতে লাগে ভারি।
ছোট্ট নদীর কালো জলে,
নীল আকাশের ছায়া।
রাখাল বাজায় মেঠো সুরে,
মিশিয়ে গভীর মায়া।
সাঁঝের বেলায় আবির রঙের,
আকাশ মাখামাখি।
নীড়ের টানে পাখা মেলে,
হলুদ প্রজাপতি।
রঙিন পালের নৌকাগুলো,
যায় যে ফিরে বাড়ি।
সোনার দেশের যেথায় দেখি,
রূপের ছড়াছড়ি।


(ঢাকা - ২৯/০৩/২০২২)