অবাধ করুণা তব,
          ঝরে পড়ে চারধারে,  
পাপে তাপে পরিপূর্ণ,
          এই জগত সংসারে।
কি মোহন মায়া তুমি,
          ছড়িয়েছো বিশ্ব জুড়ে।
আবেগে কাঁপে সবাই,
          নিরজনে কর জোড়ে।
আঁধার গৃহের কোণে,
          কি যাচনা মনে মনে।
তুমি জান সব কিছু,
          আর কেহ নাই জানে।
প্রাণে মোর ষড়রিপু,
          নেয় টেনে বাঁকা পথে।
সকল সংশয় ঠেলে,
          তুলে নিও তব রথে।
কনক প্রদীপ জ্বলা,
          মর্মর সরণি ধরে,
প্রাণপনে ধেয়ে যাবো,
          তোমার প্রাসাদ প’রে।
আমার কি সাধ্য বল,
          প্রবেশিব সেই গৃহে।
ঠাঁই দিও ক্ষুদ্র তনু,
          অবারিত অনুগ্রহে।


(ঢাকা- ২৮/০৭/২০২১)