মুনি ঋষি পাহাড় মুখ দেখে স্থির জলে,
তাল তমাল ধুসর আকাশে মাথা তোলে।
বেদনার্ত সময়ের অব্যাক্ত অনুভূতি,
জমা হয় রাতদিন হৃদয় গভীরে,
প্রকাশের ভাষা খুঁজে ইতিউতি।
যে তাকায়না তোমার পানে,
এতোটুকু আঁখি মেলে,
অশ্বেথের ডালে বসা পেচার মতো,
কেনো তার অপেক্ষা এতো?
যে দিন হয়েছে নিহত গতকাল,
কেনো তারে ফিরায়ে আনো আজকাল?
সুখের ব্যাকরণ বদলে গেছে তার কাছে,
তোমাকে ভাবতে বুঝি বয়েই গেছে।


মুনি ঋষি পাহাড় তবু মুখ দেখে স্থির জলে,
তাল তমাল ধুসর আকাশে মাথা তোলে।
তোমার চিবুক ঝুলে পড়ে বুকে,
নীল রঙের অশ্রু লুকাও চোখে।
বেদনার সারি আকাশে দেয় পাড়ি,
হৃদয়ের তন্ত্রিতে বাজে কেন আহাজারি।
ভুলতে পারো না কেন তারে?
সে তো মনে রাখেনি তোমারে।
অদ্ভুত বোকা হৃদয় নিয়ে আজো আছো বসে?
সে ফিরে আসবে সেই আশে।
একটু চালাক হও এই বার,
বোকা প্রেমিকদের আবেগের দাম নেই আর।