কলম তোমরা কেড়ে নিতে পারো,
ছিঁড়তে পারো আমার খেরো খাতা,
তবু জেনে রেখো অন্ধ বধিরের দল,
থামাতে পারবেনা বিদ্রোহের কবিতা।


পূর্ণ ভূমি শূন্য করলে যেদিন,
স্বপ্ন দেখা বারণ করলে যেদিন,
সেদিন সবার অগোচরে, অকস্মাতে,
আগুন জ্বলে উঠেছিল আমার লেখনীতে।
লক্ষ্যভেদী অমিত তেজের পংন্তিতে,
অপরাধীর হৃদয় হল শঙ্কিত।
থামাব বলে করিনি লিখা শুরু,
ভয় পাই না রক্ত চোখ, রাগে বক্র ভ্র।
প্রতিবাদে, প্রতিরোধে, চলবে আক্রমন,
ঘুমিয়ে পড়া বীরশ্রেষ্ঠদের হবে জাগরণ।


বিরান ভুমি সতেজ হবে আবার,
দেশটা হবে তোমার আমার সবার।
স্বাধীনতার সুফলখানি ঘরে ঘরে যাবে,
উঁচু নিচু মালিক শ্রমিক সবাই সমান হবে।
হৃদয় সবার পূর্ন হবে শক্তিতে,
কাঁপবেনা আর মিথ্যা ভয়ের ভক্তিতে।


কাঁপন বুঝি লাগলো এবার অন্তরে?
পাপের প্রাসাদ পড়ছে ধসে চারধারে।
হানতে পারো আঘাত আমায় প্রতিশোধে,
ভয় করিনা সত্য বলার অপরাধে।
ছিনিয়ে নিতে পারো আমার প্রতিবাদী প্রান,
বেঁচে থাকলে গাইবোই আমি শেকল ভাঙ্গার গান।