আকাশে আজ মেঘলা দিন,
বৃষ্টি ঝরে অন্তহীন,
রোদের আলো ফিকে হলো অবেলায়।
গাছের পাতা ভিজে রঙিন,
পাখিরা তাই শব্দহীন,
মন হারায় আজকে কোন অজানায়।


তোমার গলায় গুনগুন,
প্রিয় কোন গানের সুর,
প্রানের মাঝে লুকিয়ে কাঁদে কোন স্মৃতি।
ধোঁয়া উড়া চা’য়ের কাপ,
বৃষ্টি ভেজায় তোমার হাত,
জমে থাকা গল্প গুলো বলার আকুতি।


বাতাসের শীতল অনুভব,
মনে করায় শৈশব,
ছোট্ট না’য়ে ফুলে থাকা রঙিন পাল।
পুকুর পাড়ে হেলানো গাছ,
গভীর জলে হঠাৎ ঝাঁপ,
হারানো দিন মনে পড়ে খুব আজকাল।


জানালা পাশে চুপচাপ,
পর্দা উড়ায় ঝড়ো বাতাস,
আবছা কাঁচে অতীত ডাকে ফিরে আয়।
ঝাপসা চোখে জলের দাগ,
স্মৃতিরা সব চাপা থাক,
ফিরে যাবো সে সব দিনে নেই উপায়।