যে কথা বলতে গিয়ে হয়ে গেলে চুপ,
সেই কথা শোনার লাগি হৃদয় উন্মুখ।
যে কথা বলতে গিয়ে লাজুক আঁখি,
সে কথা না শুনে বল কি করে থাকি।
সংশয়ের চাদরে হঠাৎ থমকে গিয়ে,
শাড়ির আঁচলে কেন মুখ লুকোলে?


ডাগর নয়ন দুটো কি কথা যে বলে,
বুঝতে পারিনা কিছু, মরি পলে পলে।
প্রেমের আহবান নাকি বিরহের সুর,
কাছে ডাকবে নাকি ঠেলে দিবে দূর।
ডুবাও ভাসাও আমায় গভীর অনুরাগে,
ছটফট করে পরান ব্যাকুল আবেগে।


শুধাইনা কোনো কিছু দ্বিধা নিয়ে বাঁচি,
তোমার ভাবনা মাঝে আমি আছি কি?
আমার মরম মূলে আছো তুমি মিশে,
পাব কিনা জানিনা তোমায় অবশেষে।
প্রাণ মাঝে তবু সুখ ভাবলে তোমায়,
দূর থেকে চোখ রাখি নয়ন তারায়।


(কসবা, ব্রাহ্মণবাড়ীয়াঃ ২৫/০৩/২০২২)