আমাদের প্রেমের গল্প জড়ানো থাকে,
ঢিমেতালে জ্বলতে থাকা উনুনের আচে,
নকশাদার পিঠা বানানোর বাহারি ছাচে,
খাবার টেবিলে রাখা থালা বাটি গ্লাসে,
চা'য়ের কেটলির উগরানো ভাপে।
আমাদের প্রেমের কাব্যরা খুবই সাধারণ,
সালুনের মিশে থাকা লবনের মতোন,
কম হলে বিস্বাদ বেশি হলে বিষ,
হৃদয়ের টানপোরেন চলে অহর্নিশ।
কুশির কাটায় তোলা ফুলের ভাজে,
বেসিনের পাশে রাখা শো-পিসের মাঝে,
দেয়ালে ঝোলানো ছবির আড়ালে,
টবে বেড়ে উঠা বনসাইয়ের ডালে,
গার্হস্থ্য প্রেম মোদের আশ্রয় খোঁজে,
খুনসুটি ভালোবাসা দিন রাত সাঝে।