মনের মাঝে কোন সে মুর্তি,
বসিয়া আছো করি চুপটি।
ভাবিতে গেলে পাই গোপনে,
ধরিতে গেলে মিশ গহীনে।
সদা সংশয়ে পরান দোলে,
আছো কি দূরে আমার ভুলে?
তন্দ্রার মাঝে কে জানি আসে?
রাত গভীরে জানালা পাশে।
অনিমেষে সে চাহিয়া থাকে,
মায়ার্ত চোখে আমার দিকে।
স্পর্শ তাহার পারিনা নিতে,
সুবাস বয়ে বেড়াই সাথে।
কোথায় তুমি হে অশরীরী,
বল কিভাবে ধরিতে পারি।

গভীর ধ্যানে বন্ধ নয়নে,
খুঁজিয়া ফিরি শান্ত পরানে।
জানি যে আছো মোর সম্মুখে,
নিয়ে চলেছো তোমার পথে।
তুমি যদি না ভাঙ্গ মৌনতা,
কিভাবে বলি দুঃখের কথা।
কিভাবে নিবে প্রাণ গভীরে,
মোর যে প্রেম উছলে পড়ে।
ধরা দাও কে আছো অন্তরে,
প্রকাশ হউ আড়াল ছেড়ে।
আর পারিনা নিতে যাতনা,
ব্যার্থ প্রাণের উষ্ণ বেদনা।
জীবন ব্যাপি কত অতৃপ্তি,
তাহা হইতে দাও হে মুক্তি।
তব অরূপ স্নিগ্ধ আলোকে,
অন্তর মোর দাও দেখিতে।


(26.07.2021 Dhaka)