কিভাবে ডাকিবে মোরে তোমার সকাশে,
বিচলিত মনে সদা ভাবনা আসে।
দিবসের আলোতে না নিশীথ তিমিরে?
কোন বেলা ডেকে নেবে তুমি আমারে।
বরিষণ মুখরিত প্রভাতের কালে,
নাকি চান্দ্র আলোকিত রাতের প্রহরে?
দারা কন্যা পুত্র ভ্রাতা সবার সম্মুখে,
নাকি একাকী দেহ দান কোন দূরলোকে?
অকস্মাতে ডাকবে নাকি ব্যস্ততম দিনে,
দিনমণি জ্বলবে যখন মধ্য গগনে।

ভাবনায় ক্লান্ত হৃদয়, সীমাহীন ত্রাশ,
কার কাছে পাবে ক্ষনিক প্রশান্তির আশ্বাস।
কে সুধাবে ডেকে মোরে অভয়ের বাণী।
আর কেহ নহে সে যে স্বয়ং তুমি।
যখন যেভাবেই আসুক প্রস্থানের আহ্বান,
তোমার ভরসায় রবে ক্ষুদ্র এই প্রান।
জানি মম অন্তর পূর্ন পাপের ভারে,
তবু তুমি তুলে নিবে আপন ক্রোড়ে।
তোমার মত প্রেমময় আর কেহ নাই,
জগতের অসহায়ের একমাত্র সহায়।