মহাশূন্যের সুনীল আকাশে,
দৃষ্টি গিয়ে ফিরে ফিরে আসে।
ব্যাকুল আবেগে করি সদা খোঁজ,
পাইনা তোমারে দেখিতে।
আপন বিভা লুকায়ে সতত,
আছো কোন দূরলোকে,
প্রভু, পাই যেন তোমারে দেখিতে।

অরণ্যরাজি, পুষ্পিত কানন,
বর্ণে গন্ধে মাতানো ভুবন।
ছুটি দিনমান মনে তৃষা লয়ে,
পাইনা তোমারে দেখিতে।
কোন বটমূলে, ঝর্নার কলকলে,
মিশে থাকো নিতিনিত্যে,
প্রভু, পাই যেন তোমারে দেখিতে।

শুভ্রশীতল পর্বত চূড়ায়,
কত মুনিঋষি বসে আছে ঠাঁই।
জীবন ব্যাপিয়া করে তপস্যা,
পায় না তোমারে দেখিতে।
জলধির মতো বিশালতা লয়ে,
আছো কি ছড়ায়ে সৈকতে?
প্রভু, পাই যেন তোমারে দেখিতে।

ভুবন ভরা মানুষের মেলা,
আসে দিন রাত, গড়ায় বেলা।
কার অন্তরে আছো তুমি পশে,
পাইনা তোমারে দেখিতে।
তোমার রূপের অরূপ ছবি,
দিও হে আমায় হেরিতে,
প্রভু, পাই যেন তোমারে দেখিতে।