কোথায় রয়েছো তুমি দুটি কথা কও,
বিধ্বস্ত মর্মমূলে আস্থা জাগাও।
জন্মের শুরু হতে আজ অবধি,
বন্ধুর পথে শুধু ছুটে চলেছি।
ভালো মন্দ হুশ জ্ঞান নাহিক জানা,
কোথায় যেতে হবে নাই ঠিকানা।
পালহারা ছোট মৃগ শাবকের সম,
অস্থির ছোটাছুটি  চিত্তে মম।
অযথা ত্রাসে কাঁপে দিনমান ভোর,
শুধায় জনে জনে, নাইকো খবর।
কোন পথে যেতে হবে কি বা রূপ তার,
আলোকের সম্বন্ধ নাকি নিরেট আধার।
সমতলে, পর্বতে নাকি ধরা অভ্যন্তরে,
সদাই প্রশ্ন জাগে বিমূঢ় অন্তরে।

দ্বিধাদ্বন্দে ভরপুর হৃদয়ের মাঝে,
চমকে চমকে শুধু ভাবনা জাগে।
কোথা হতে আসিয়াছি কোথা যাব চলে,
কত জনে শুধাইছি, কেহ নাহি বলে।
ব্যাকুল ভাবনায় মোর হৃদয় অসার,
অপার্থিব ত্রাসে আকুল জগত সংসার।
কত নামে শত জন তোমারে যে ডাকে,
দিনের আলোতে নয়তো গভীর নিশীথে।
মহামহিম প্রভু তুমি প্রেমের আধার,
ঘোচাও পাপ তাপ হৃদয়ের সবার।
ক্ষুদ্র প্রান ভরে দাও আলোক সম্ভারে,
বিশ্বাসের বহ্নি জ্বলুক কুন্ঠিত অন্তরে।