বিক্ষুব্ধ হৃদয়, প্রতিবাদে তোলপাড়,
মুখে নেই কোনো ভাষা বলবার।
সব ভাষা, বিবেক, রেখেছি বন্ধক,
সব সম্ভবের দেশে, সুবোধ, অচেনা আগুন্তক।
এখানে পাপে পূন্যে খেলা চলে দিনরাত,
চারদিকে আজন্ম পাপীদের বুনো উল্লাস।
সুবোধের আশ্রয় হয় কপাটের ও’পাশে,
বিবেক পালায় যখন অসুরের ত্রাসে।
বদ্ধ জানালার ফ্রেমে বাঁধা কাঁচে,
কুয়াশার মেঘ জমে অযুত দীর্ঘশ্বাসে।
ঘুণপোকা খেয়ে যায় সমাজের চৌকাঠ,
বাকি যা কিছু আছে তা ও ধ্বসে যাক।
কানে, মুখে, চোখে, হাত চাপা থাকুক,
জন্মভূমি জুড়ে অসভ্যাতার অনাচার চলুক।
নিরাপদে দাঁড়িয়ে দেখি মানবতার পতন,
প্রতিবাদের কি দরকার, বেঁচে আছি যখন।