গভীর হয়েছে ঐ যামিনী,
গন্ধ ছড়ায় সাদা কামিনী।
ঝরঝর বরিষণে মন উদাস,
তার কথা মনে যে ভাসে আজ।
বাদলা বাতাস কিছু বুঝে কি?
সারা রাত তার কথা ভাবছি।
চকিতে দেখা সেই স্মৃতি যে,
ব্যাথা হয়ে পশে এই হৃদয়ে।
মায়া হয়ে ছায়া ফেলে অন্তরে,
আবার দেখবো কি তাহারে?
অহেতুক ভেবে মন উচাটন,
অস্থির বিষন্নতা সারাক্ষণ,
মিশে আছে হৃদয়ের গলিতে,
পারিনা কিছুতেই ভুলিতে।


মেঘ শেষে উঠে যবে চাঁদনী,
আলোয় ভরে যায় ধরণী।
মনে হয় সে যেন হেঁটে আসে,
ফিসফিস কথা বলে চারপাশে।
কত কথা বলি আমি আনমনে,
কত সুর সাধি যে চেনা গানে।  
কল্পনায় কতবার হেঁটেছি,
দু হাতে হাত ধরে থেকেছি।
শিশিরের জলে পা ভিজেছে,
খোলা চুলে বুনো হাওয়া মেতেছে।
কুয়াশার ঘের দেয়া চাদরে,
কতবার হারিয়েছি, আহারে!
কল্পনায় হউক তাতে ক্ষতি কি,
ভালো তো তাঁকেই আমি বেসেছি।
পাওয়া না পাওয়ার কথা থাক পড়ে,
আছে তো সে আমার মন জুড়ে।