এক পিঠ চুল,
শুভ্র বকুল,
করেনিতো ভুল,
ছড়াতে শোভা,
খোঁপার ভাজে।


ঝলমলে হাসি,
উচ্ছ্বাস আসি,
গেলো মিশি,
ঠোঁটের কোণে,
ভীষণ লাজে।


ডোরাকাটা শাড়ী,
লাগছে ভারী,
হে প্রিয় নারী,
আজকে তোমায়,
সহজ সাঁজে।


রিনঝিন কথা,
প্রাণের ব্যাথা,
যায়না দেখা,
বসেনা মন,
কেন যে কাজে?


তৃষিত নয়ন,
শুধু অকারণ,
হয় উচাটন,
দেখতে তোমায়,
নয়নের মাঝে।


(ঢাকা - ১৭/০২/২০২২)