ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, নিশি জাইগা কারে তুমি কর ডাকাডাকি। (২)
ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, যার লাগিয়া নিশি জাগো সে তো দিছে ফাঁকি।
ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, নিশি জাইগা কারে তুমি কর ডাকাডাকি। (২)


যেদিন ভরা বাদলার দিনে,
মিলন হইলো দু নয়নে।
বুকের কথা মুখে থামা,
ভালোবাসা গেলো জানা।
সব হারাইছো সেদিন তুমি, বুঝবার পারছো নাকি?
ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, নিশি জাইগা কারে তুমি কর ডাকাডাকি। (২)


বর্ষা গেল শীতের কালে,
বসন্ততে ডালে ডালে,
কুহু কুহু কোকিল ডাকে,
তার কথা মনে ভাসে।
সে কি বন্ধু একটি বারও তোমায় ভাবছে নাকি?
ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, নিশি জাইগা কারে তুমি কর ডাকাডাকি। (২)


নদীর জোয়ার হইলো যে শেষ,
তারে ফেইলা গেলা বৈদেশ।
তাহার মনে কার তরে,
ভালোবাসা উপচায় পড়ে?
ক্ষুনাক্ষরে বন্ধু তুমি বুঝবার পারছো নাকি?
ওরে আঁখি, ওরে নিঠুর আঁখি, নিশি জাইগা কারে তুমি কর ডাকাডাকি। (২)