তোমার একমাত্র জন হতে পারবোনা জানি,
হতে পারবো না অন্যতম জনও,
অন্তত পরিচিত একজন ভাবতে পারবে কী?
সরে না হয় যাবো দূরে আরো।


প্রিয়তম হবার সাহস করিনা ভুলেও আর,
উবে গেছে আশাবাদী কল্পনা,
শুধু এইটুকু জেনে রেখো দূরতম প্রিয়জন,
অবহেলা আমার সহ্য হয়না।


অনেক শাসন করেছি এ অবাধ্য হৃদয়কে,
তবু কোনো বাধাঁ-ই মানেনি সে,
প্রত্যাখ্যানের অপমান মেনে নিয়েই বুঝি
সবটুকু প্রেম নিংড়ে দিয়েছে।


আশাহত হই, পরক্ষণেই বুক বাঁধি আশায়,
এক উদ্ভট পাগলামি বলি তাকে।
ভুলে যাই তোমাকে ভুলে থাকার সব প্রতিজ্ঞা,
যখন তুমি এসে দাঁড়াও সমূখে।