তোমার সাথে বহুকাল আগে,
দেখা হয়েছিল একবার,
হিজবুল বাহার।
সেই প্রথম, সেই শেষবার।
বসন্তকাল ছিল কি না তখন মনে নেই,
তবু হৃদয়ে আমার বসন্ত এসেছিল অকারনেই।
ঘোরলাগা চোখে দেখেছিলাম তোমার ফর্সা মুখ,
পিংগল বর্ণের চুল আর মেহেদির নকশা করা নখ।
বনভোজনের সেইদিন কেটেছিল চমৎকার,
লাজুক চোখে চোখাচোখি বারবার।
খুব ইচ্ছে ছিল তোমার সাথে একটু কথা বলি,
লজ্জা সংকোচ সে আশায় দিয়েছিল বালি।
তবু নানা ছলে গিয়েছিলাম কাছাকাছি,
বারবার তোমার হাসিমুখ দেখে ফিরে এসেছি।
কত দ্রুতই না শেষ হয়েছিল সেই দিনটি,
ফিরবার সময় অনেক আশা নিয়ে তোমাদের বাসে উঠি।
ভেবেছিলাম দুটো কথা হবে শেষ বারের মতন,
তোমার ঠিকানাটা জানা ছিল ভীষন প্রয়োজন।
মাঝ রাস্তায় ঝুপ করে নেমে গেলে অচেনা বাস স্টপে,
বাসের জানালায় আমার বিষন্ন দৃষ্টি তোমার পথে।
তখন না ছিলো ফেসবুক, না ছিলো মুঠোফোন,
দ্বিতীয়বার দেখার আক্ষেপটা তাই রয়ে গেলো আজীবন।