যুগে যুগে কালে কালে,
অমোঘ  মরনে।
থামাতে পারেনি কভু,
মানব সন্তানে।
রোগ,  শোক,  মৃত্যু ভয়,
সব তুচ্ছ করে।
এগিয়ে  গিয়েছে  সে
জয়ের ধব্জাধরে।
সৃষ্টির আদি হতে,
আজ অবধি।
পাহাড়, মরু, মেরু,
দুর্গম জলধি,
সব স্থানে  উড়িয়েছে,
বিজয় নিশান।
মানুষ হয়েছে কখনো
নিজের ভগবান।
মৃত্যুভয়ে কাবু হয়ে,
থাকেনি সে ঘরে,
পদচিহ্ন এঁকেছে সে,
ভূবন জুড়ে।
জন্মের শুরু থেকে
শেষ নিঃশ্বাস,
চিরন্তন  সংগ্রামের
বিজয় ইতিহাস।