এই নাটমহলে কেহ রাজা,
কেহ প্রজা সাজে।
আপন বেশে ফেরে সবাই
বেলা গেলে সাঝে।
আমির ফকির শূদ্র ব্রাহ্মণ্য,
সবার একই জাত।
রংগমঞ্চের প্রয়োজনে
ভিন্ন ভিন্ন পাঠ।
কেউ বুঝে তা, কেউ বুঝেনা,
গর্বে বেলা গেল।
দিনের শেষে বাদশাহ  এসে,
ফকিরের বেশ নিল।
শিশিরবিন্দু  এই জীবন,
আজ আছে কাল নাই।
তারপরও  কিভাবে মানুষ
করে এতো  বড়াই?
বেলা শেষের পরিনতি
যদি ভেবে নিত ।
জীবনটা যে রংগমঞ্চ
সবাই বুঝে যেত।