যদি আসে অসীমের ডাক,
যদি বিধাতা টেনে নেন কাছে,
দু’ফোটা অশ্রু নাই বা দিলে,
দুটো ভালো কথা বলো পিছে।
ভালো কিছু করার চেষ্টা করেছি,
আমার এই ক্ষুদ্র জীবন ভর।
ভাবি নাই কভু কে সুখী, কে দুঃখী,
কে বা আপন কে বা মোর পর।


বিদায় বেলা লয়ে বুকে জ্বালা,
ব্যার্থতার গ্লানি, হতাশার পালা।
অস্ফুট স্বরে, বলি মিনতি করে,
স্রষ্টার নামে ক্ষমা করিও মোরে।
যদি কারো মনে নিজের অগোচরে,
দিয়ে থাকি বেদনা ক্ষনিকের তরে।


যদি ইচ্ছা হয় হাত দুটো তোলে,
প্রার্থনা করিও স্রষ্টার দরবারে।
আমি পাপী তাপী পাই যেন ঠাই,
মহান প্রভুর চরন তলায়।
মোর পাপগুলো একপাশে রেখে,
যা কিছু পুণ্য তাই যেন দেখে।
অল্পতেই আমি হয়ে যাব তুষ্ট,
স্রষ্টা যদি হয়ে যান সন্তুষ্ট।