বাতায়ন পাশে শশি,
কখন দাঁড়ালো আসি,
বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই,
কখন যে প্রেমে পড়েছি।
আজ অবেলায় এই ক্ষনে,
কত কথা আসে যে মনে,
ভাবনার পাহাড় চূড়ায়,
কে যে তার ছবি একে যায়,
বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই,
কখন যে প্রেমে পড়েছি।


দখিনা সমীরে ভেসে,
বকুলের ঘ্রান ছুটে আসে,
তনুমন অসার করে,
মরমে মরমে পশে।
বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই,
কখন যে প্রেমে পড়েছি।


তোমার রাতের আকাশে,
চাঁদ কি উঠেছে হেসে,
স্নিগ্ধ মায়াবি আলোয়,
লুটায় কি চরনও পাশে,
বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই,
কখন যে প্রেমে পড়েছি।


রাত জাগা পাখিদের ডাকে,
হৃদয়ে বেদনা জাগে,
তুমিও কি এমনই করে,
বসে আছো জানালা ধরে।
বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই,
কখন যে প্রেমে পড়েছি।