যদি কোনোদিন,
পা থেকে খসে পরে লোহার শিকল,
মাথা থেকে নেমে যায় অসীম বোঝা।  
সেদিন তিন কোনা রঙিন নিশানের মতো,
কথার মালা দিয়ে সাজাবো তোমার,
হৃদয়ের আঙিনার আনাচ কানাচ।


যদি কোনোদিন,
আপন চিন্তা শক্তি ফিরে পাই আবার,
লজ্জা সংকোচ ভয় সরে যায় দূরে।
সেদিন তোমার কবিতার মতো চোখে,
তাকিয়ে থেকে থেকে পড়ে ফেলব,
রবি ঠাকুরের সব প্রেমের কাব্য।


যদি কোনোদিন,
তোমার কনিষ্ঠা আঙুল ছুয়ে যায়,
আমার মধ্যমা অথবা তর্জনী আলগোছে।
সেদিন আমি আর জল স্পর্শ করবো না,
ধরবো না জাগতিক কোনো কিছু হাতে,
পাছে, ভালো লাগার রেশটুকু কেটে যায়।


যদি কোনোদিন,
ভুল করে  "তুমি" বলে ফেলে তুমি,
লজ্জায় লাল হয়ে দাঁতে কাটো জিভ।
আমার হৃদয়ের কালবৈশাখী ঝড়,
বুঝতে দিবনা তোমাকে কিছুতেই,
শুধু চাইবো, বারবার এই ভুল হউক।


(ঢাকা - ০৯/০১/২০২২)