এই যদি হয় ইচ্ছা প্রভু,
তবে নিয়ে চল মোরে সেই পথে।
যে পথে গিয়েছে আরো সবে,
তোমার আহ্বানে, মিছিলে মিছিলে।
যত জ্বালা যত দুঃখ আছে,
তব ইচ্ছায় মোর হৃদয় মাঝে,
বয়ে যাব মনে, যদি পাই
তোমার করুণা ধারা দিন শেষে।
জেনে রেখে আমার অন্তরে,
তোমার প্রেমের সাধ জেগে থাকে,
তোমার ভয়ের চেয়ে বেশী।
তোমার ক্ষমার আশা নিত্য করি,
শাস্তির আশঙ্কা নয় মোটে।
যদি তোমার করুণা হয়, তবে
ডেকো মোরে তাদের মিছিলে,
যারা তোমার পানে এগিয়ে যায়,
জাগতিক প্রয়োজন ফেলে।
তোমার শুভ্র আলোকচ্ছটা যদি,
নয়ন মাঝে ধরতে পারি,
আমার সকল গ্লানি, অবসাদ,
ব্যর্থতার হবে অবসান,
আনন্দের সেই পরম প্রহরে। (২৫.০৭.২০২১ ঢাকা)