প্রাণের মাঝে উঠলো বেজে
কি মধুর সুর,
দোলায় মোরে ভুলায় মোরে
সকাল দুপুর।
ধরতে গেলে সকল ফেলে
পালায় দূরে,
ডাকে মিছে নিত্য কাছে
মোহন সুরে।

কল্প নাকি গল্প সে কি
মনের ভিতর,
দেয়না ধরা হয় যে সারা
ব্যর্থ প্রহর।
চক্ষু বুজে হৃদয়ে মাঝে
খুঁজি তারে,
পাইনা দেখা গোপন ব্যথা
বলব কারে।

প্রভাত বেলা আলোর খেলা
ভুবন জুড়ে,
আমার মনে গহীন কোণে
আঁধার ভরে।
আলোক ধারা হয়না ধরা
হৃদয় পুরে,
কিসের লাগি একলা কাঁদি
শূন্য ঘরে।