এতো বছর এক সাথে,
পাশে ছিলা সুখে দুঃখে।
আজ তব মন মাঝে,
কি খেয়াল আসলো তবে।
চুকাইয়া হিসাব নিকাশ,
ঘুচাইয়া সব বন্ধন।
ছাড়লা আপন ঘর,
চিরজনমের মতন।
আমি বধুঁ সাদাসিধা,
এতো কিছু না বুঝি,
নিজের মনে ডুব দিয়ে,
আপনার ভুল খুঁজি।
তোমার জন্যে ভালোবাসায়,
পাই না কোনো খাঁদ,
তোমার তরে মায়া আছে,
অসীম অগাধ।
তোমার মনে ডুব দিয়ে,
দেখ ধ্যান ধরে,
দিবানিশি তার মাঝে,
কে বিরাজ করে।
আমার ছবি হয়তো তুমি,
পাবেনা খুঁজে আর,
তাই তো এতো উচাটন,
শান্ত মন তোমার।
যদি তারে ভালো লাগে,
আমার চেয়ে বেশী,
চলে যেয়ো তার কছে,
করবো না তোমায় দোষী।
জোর করে ভালোবাসা,
যায়না পাওয়া,
শুকনা গাঙে হয়না যেমন,
কোষা ডিঙ্গা বাওয়া।
তাইতো সখী সূতা কেটে,
উড়ায়ে দিলাম ঘুড়ি।
তুমি থাক মনের সুখে,
আমি জ্বলে মরি।