প্রেম, সে আমার অন্তহীন বেদনার দলিল,
কখনো ক্ষোভ, কখনো অভিমান,
কখনো বা নিদারুণ পরাজয়ের গল্প।
শাশ্বত প্রশান্তির আশায় ডেকে আনা
নীল বিষে পূর্ণ পেয়ালা যেন এক,
ওষ্ঠে তুলে রাখি যতনে, ভেবে অমৃত।


প্রেম, ক্লান্ত হৃদয়ের আঁধার প্রকোষ্ঠে
পীলসুজের ম্লান আলোর আঁকিবুঁকি,
ছায়া ছায়া ভাবনার যাওয়া আসা।
প্রত্যাখ্যানের তীব্র বেদনা বুকে চেপে,
সামাজিক ভয়ে সবকিছু ভুলে গিয়ে
শুষ্ক মুখে অসহায়ের মতো হাসা।


প্রেম, বিশ্বাসের হিমালয় সঁপে দিয়ে
অবিশ্বস্ততার অপবাদ মেনে নেবার
চূড়ান্ত লজ্জার পাশবিক ক্ষণ।
ভুল জনে ভালোবেসে অফুরান আক্ষেপ,
তবু নিশিপাওয়া মানুষের মতন,
সেই ভুলের পিছনে নিত্য অনুগমন।