স্বশরীরে তুমি কাছে নাই,
কভু হয় নাই দেখা আঁখি মেলিয়া।
যোজন যোজন দূরে তুমি থাকো,
মাঝ নিশিথের ধ্রুব তারার মতো।
আপন আলোয়, আপন বিভার মাঝে,
জ্বলতে থাকা জোনাক পোকার মতো।
চোখের পলক ফেলতে ও লাগে ভয়,
এক নিমিষে হারিয়ে যদি যাও।
পূর্ন হৃদয় শূন্য আমার হবে,
হঠাৎ যদি আঁধার নেমে আসে,
তোমার আমার বাতায়নের মাঝে,
ফুঁসে উঠা কাল বৈশাখীর মতো।
তবু কোথা পাই যেনো নির্ভরতার ছোঁয়া,
অন্তরজালে অকস্মাতে হয়ে গেলে দেখা।
হাজার কথার ফুলঝুরি দুই হৃদয়ে ফোটে,
জমে থাকা বিরহটা এক নিমিষে টুটে।