কি পুলক যায় যে বয়ে
আমার এই ভিতু মনে,
তোমার ঐ বাঁধ ভাঙ্গা
উছলে পড়া হাসি শুনে।


সারাদিন কার খেয়ালে
অপেক্ষাতে বসে থাকি,
নয়নের দৃষ্টি মেলে
আকুল হয়ে চেয়ে থাকি।


সে যে আর নয় কেউ নয়
তুমি সে জন, জানো না কি?
হৃদয়ের আবেগ আমার
কি হায় চাপা রাখি!


প্রেমের ঐ তরী বেয়ে
সুজন আমায় নাও না টেনে,
জোয়ারের জল যে আমার
গড়ায় শুধু তোমার পানে।


বাদলের ধারার মতোন
গায়ে আমার যাও না মিশে,
না বলা ব্যাথা গুলো
শীতলতায় দাও না মুছে।


তুমি যে যাদুকরি
রুপকুমারী আমার কাছে,
জগতে তোমার মতো
বলো কোথায় কে বা আছে?


একবার চেয়ে দেখো
মোর নয়নে কি যায় দেখা,
তোমাকে বলবো বলে
জমিয়েছি হাজার কথা।