আবার একদিন,
শীতের রাতে গ্রাম্য বাউলের বিরহের গান হউক,
রঙচঙ্গে আলখাল্লা পড়া রাজা বাদশার যাত্রা হউক,
গভীর শ্রান্তিতে বিছানো খড়কুটোয় শান্তির ঘুম হউক,
আবার একদিন আমার শৈশব ফিরে আসুক।


আবার একদিন,
উদাস দুপুরে রাখালের বিষন্ন বাঁশি বাজুক,
ডানপিটে ছেলেদের সাথে সাতচাড়া খেলা হউক,
বিলের ঘোলা জলে তৃপ্তিদায়ক স্নান হউক,
আবার একদিন আমার শৈশব ফিরে আসুক।


আবার একদিন,
জলেভেজা মাঠে কার্তিকের কুয়াশা পড়ুক,
কৃষকের ঘাঁটে ধান বোঝাই নৌকা ভিড়ুক,
নবান্নের উৎসব চারদিকে লেগে থাকুক,
আবার একদিন আমার শৈশব ফিরে আসুক।


আবার একদিন,
হিম হিম চাঁদনী রাতে গল্পের আসর বসুক,
অচেনা রাজকুমারের দুঃখে চোখে জল আসুক,
বকুল শিউলির গন্ধে আঙ্গিনা ভরে উঠুক,
আবার একদিন আমার শৈশব ফিরে আসুক।