বারিধারা ঝরঝর,
পড়ছে অবিরল,
ভিজাইছে শুষ্ক ধরাতল।
শন শন হাওয়া ধায়,
পল্লব দোল খায়,
শালিকের পাখনায় জল।
খরা নদী ভরা ভরা,
চঞ্চলা স্রোতধারা,
তীরবেগে ছুটিছে ভাটিতে।
ত্বরা করে ঘাঁটে চল,
নৌকার হাল ধর,
কাছি আন নোঙ্গর বাঁধিতে।
বন্ধ খেয়া আজ,
মাঝিদের নেই কাজ,
সুনসান ভিজিতেছে সব।
বুড়ো বটের শাখায়,
সাদা বক দোল খায়,
চারপাশে নেই কোনো রব।
পথ সব জল তলে,
বের হবে কি করে?
দিন বুঝি গেলো বসে ঘরে।
শীমের বিচি ভাঁজা,
শুকনো তিলের খাজা,
মন্দ নয় অলস প্রহরে।
ওরে জেলে জাল নিয়ে,
নৌকায় আয় চলে,
খালে বিলে মাছের জোয়ার।
ঘন মেঘের গর্জনে,
তমসার আবরণে,
নেমে আসে দিবসে আঁধার।
ঐ দূর মাঠ পানে,
চোখ যায় আনমনে,
ধান যদি ভেসে যায় জোয়ারে।
মনে মনে প্রার্থনা,
ঘুচে যাক জলধারা,
বেঁচে যাক ধানী জমি এবারে।