হে ময়নামতি!
বিস্মৃত কালের মূর্তি।
অতীতের রহস্য বক্ষে করে ধারণ,
তুমি করে আছো শয়ন,
লোহিত মৃত্তিকার গভীরে,
একান্ত নির্জনে, সবুজ ঘাসের চাদরে,
চারপাশে ছড়ানো শালের বন।
হাজার বছরের পুরোনো রাজাদের স্মৃতি,
ধূলি জমা অতীতের পুঁথি,
দৈনন্দিনের থালা বাসন বসন,
রেখে দিয়েছো করে যতন।
তোমার হৃদয়ের গভীরে,
উত্তর পুরুষদের দেখাবে বলে।


তোমার এককালের চকচকে দেয়ালে,
শ্যাওলা জমেছে আজ,
সময়ের বিচিত্র খেয়ালে।
জ্ঞানের দীপজ্বালা কোটরে,
আগাছা জন্মেছে মোমদানির উপরে।
রক্ষিত পবিত্র অঙ্গনে,
সাধারণ প্রজাদের দিগ্বিদিক পদচারণে,
লুটিয়েছে এককালের গৌরবের স্মৃতি,
হে ভবদেবের ময়নামতি!