মহাকবি মাইকেল, কবি শিরোমণি,
সাহিত্যে নতুনধারা বঙ্গে দিলে আনি।
দূরদেশ ইটালীর কাব্যের কানন,
সেখানে সৃষ্টি করলে নব জাগরণ।
শিখাইলে বঙ্গজনে নয়া এক রীতি,
গ্রহন করল সবে মনে লয়ে প্রীতি।
কতজন শত ভাবে করে অধ্যয়ন,
এনেছিলে বঙ্গ দেশে যে মহা রতন।

তোমার জীবন তবে নয় এতো সুখী,
সাহিত্য সেবিতে গিয়ে মেনে নিলে ক্ষতি।
বাড়িঘর সব ছেড়ে গেলে দূরদেশে,
শেষকাল গেল তব দীনহীন বেশে।
অশেষ শ্রদ্ধা জানাই হে কবি রাজন,
তোমার গুনে মোহিত জ্ঞানীগুণী জন।

আমার এই কবিতায় অষ্টক ও ষটকের  অন্তমিল হচ্ছে নিম্নরূপঃ
AABB:CCDD::EEFFGG
মাত্রা বিন্যাসঃ ৮+৬