মন এক ক্ষ্যাপা বাউল কারে খুঁজে সে জানেনা,
পথে পথে ঘুরে ঘুরে,
জনে জনে জিগ্যেস করে,
জানেনা পাবে কোথায় তার ঠিকানা।
মানুষের ভব হাটে,
সে দেখি মানুষ খোঁজে,
আসল মানুষের খোঁজ আর পেলো না।
অন্তরে সন্তর্পণে,
খুঁজে সে রাত্রি দিনে,
যারে দেখে নাই কভু তার নমুনা।
মন এক ক্ষ্যাপা বাউল কারে খুঁজে সে জানেনা।
শেষে সে ধরল গুরু,  
ভজে না চরন কারু,
গুরুদেব জানে বুঝি সব অজানা,
ওরে ও মন ভোলা,
এ তো নয় ছেলেখেলা,
তারে পেতে যে লাগে সৎ সাধনা।
মন এক ক্ষ্যাপা বাউল কারে খুঁজে সে জানেনা।