থাকিস কেন এমন দূরে তুই,
বুঝিসনে কি চাইছি কাছে খুব।
তোর ঘ্রাণে জড়িয়ে আসে শ্বাস,
একটু যদি পাশে এসে দাড়াস।
চোখ আমার নিত্য খরায় ভোগে,
পাইনা যখন তোকে নয়ন মাঝে।
একটু খানি বৃষ্টি বাদল হয়ে,
ঝরিস আমার তপ্ত আখির প’রে।


দাঁড়িয়ে থাকি তোদের বাসার গেটে,
বন্ধুরা সব যায়যে আমায় ডেকে।
খেলার সময় ফুরিয়ে কখন যায়,
ভাবনা আমার তোকেই শুধু চায়।
শুকনো কাপড় নিতে আসে মাসি,
বুঝতে পারি এ তোর চালাকি।
দেখা দিতে এতো লজ্জা তোর!
লুকিয়ে থাকিস বন্ধ করে দোর!  


লোডশেডিংয়ে উঠতে পারিস ছাদে,
তোর বিরহে মনটা ভীষণ কাঁদে।
পাড়ার সবাই কত হল্লা করে,
তুই লুকিয়ে থাকিস কেন ঘরে?
সত্যি বলছি, দেখতে তোকে চাই,
একটি বার তুই বারান্দাতে আয়।
একবার তুই আমার চোখে তাকা,
একবার তুই বল আমাকে “বোকা!”।
(ঢাকা- ০২.০৮.২০২১)