এক চিলতে আকাশ কিনেছি,
এক মুঠো ভালোলাগার বিনিময়ে।
সেই আকাশ সঙ্গ দেয় আমায়,
পৃথিবীর সবাই মুখ ফিরিয়ে নিলে।
কল্পনার সাতরঙে সাজাই সীমানা তার,
ভালোবাসার আবাদ চলে শীত গ্রীষ্ম বারো মাস।
সকালের প্রহরে ছড়ায় স্নিগ্ধ আলোর ধারা,
সন্ধ্যার বর্নালীতে হৃদয় আত্নহারা।
মাঝবেলায় পালা করে সাদা মেঘ আসে যায়,
সোনালী ডানার চিল একাকী উড়ে বেড়ায়।
কখনোবা ঝড় আসে আকাশের বুক চিড়ে,
অশান্ত সুন্দরে ভালোলাগা যায় বেড়ে।


যা কিছু আমার ছিলো, নিয়েছো তো সব তার।
এই চিলতে আকাশ টুকু শুধুই আমার থাক।
সারাদিনের আবেগী প্রলাপ, সুরহীন গানের মালা,
তারে নিয়েই রচে যাই, তোমাদের নেই জানা।
রাগ ক্ষোভ অভিমান তাকেই যাই বলে,
হৃদয়ের বেদনা মিশাই তার নীলে।
আধার ঘনায়ে এলে গভীর নিশীথে,
হাজার তারার মেলা এক টুকরো আকাশে,
জ্বালায় আলোর কণা সন্ধ্যা প্রদীপ হয়ে,
ভাবনার বিশালতা ছড়ায় হৃদয়ের গভীরে।