মুছে যায় যদি প্রণয়ের স্বাদ দীর্ঘ অবকাশে,
তবে বন্ধু চোখ মেলে দেখো বাদলা আকাশে।
সূর্য কখনো যায়না হারিয়ে মেঘের আড়ালে,
ভালোবাসা সত্যি হলে, কি করে যাবে ভুলে?


দুঃখের নদে সুখের মুক্তো কুড়িয়েছি দুজনে,
কত নিশিরাত ভোর হয়েছে প্রেমময় কূজনে।
তোমার চোখের স্বপ্ন মেখেছি ভাবনার গভীরে,
আমায় তুমি খুঁজে দেখো ভুলে যাওয়া আদরে।


মাঘের হাওয়ায় চৈত্রের ছায়ায় পাশে ছিলে নিভৃতে,
তোমার স্পর্শ প্রলেপ হতো হৃদয়ের চোরা ক্ষতে।
তবে বন্ধু আজকে কেন ভুলে যাবার এতো ভয়?
দিয়েছি সবই উজাড় করে, নয় মিছে অভিনয়।


তোমার ভাবনার চৌকাঠে আজ কিসের প্রশ্ন জাগে,
চিরচেনা গান তুমি গাইছো কেন অচেনা এই রাগে?
কাছে থাকি কি দূরে চলে যাই, তোমাকেই তো চাই,
ভুলতে পারো ক্ষতি নেই কোনো, দিন কাটুক অপেক্ষায়।