বৃষ্টি আসেনা কভু  একাকী,
ঝড়ো হাওয়া হয় তার সারথি।
ঢেকে দিয়ে আকাশের চার কোণ,
আঝোরে ঝরায়ে যায় বরিষণ।


হৃদয় ভাঙ্গেনা শুধু অবহেলায়,
অবিশ্বাস তার মাঝে ঘুণ ধরায়।
প্রিয়মুখের শাণিত কথার ছুরি,
মর্মরে নিত্য যায় আঘাত করি।


সবুজ শোভিত বৃক্ষরাজি পূর্ন,
শীতের আগমনে পত্র শূন্য।
নিবিড় বাঁধনও কভু স্থির নয়,
সময় আনে তাতে চিরস্থায়ী ক্ষয়।


ব্যাকুল আবেগে তাড়িত হৃদয়ে,
সহসাই বেদনার বাষ্প জমে।
ভুলে যাওয়া মাথার দিব্যি, শপথ,
বেঁকে যায় দু’জনার দুটি পথ।


তাহলে কি প্রেম বলে কিছু নেই?
তুমি আমি পাশাপাশি অকারণেই!
যা হবার হউক আজ! পাশে আছি,
দুঃখিত নই প্রিয়তমা, ভালোবাসি।