একদিন কেটে যাবে ভয়,
একদিন নতুন আলোয় ভরে যাবে ধরণী।
ঘোরটোপের বৃত্ত হতে বের হব সবাই,
নিঃশঙ্ক চিত্তে, রবে না কোন বন্ধনী।


কোটি কোটি মুক্তপ্রান, জীবনের জয়গানে,
মুখর হবে আবার নিস্তব্ধতা ভেঙ্গে।
পথে পথে, কোলাহলে, হৃদয়ের উত্তাপে,
বাঁধা পড়বে সবাই সুনিবিড় আলিঙ্গনে।


উত্তাল জনতার অবিশ্রান্ত স্রোত নামবে আবার,
রাজপথে, গলিপথে, সবুজ আল পথে।
বাঁধন হারা পাখির মত, ছুটবে সবাই।
দিগ্বিদিক, হৃদয়ের উচ্ছ্বাসে।


বন্ধু আমার, ধৈর্য ধর ক্ষণিকের তরে,
সাহস রাখ মনের গভীরে।
কোনো যুদ্ধে হারি নি আমরা,
এইবার ও হারবো না।


প্রার্থনায় সঁপে দাও নিজেকে,
মহান সৃষ্টিকর্তা আছেন আমাদের সাথে,
দিন শেষে মুক্ত হব নিশ্চয়,
বন্ধু, শুধু তোমার বিশ্বাস টুকু প্রয়োজন।